ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসার কথা স্বীকার করেছে।”
Published : 19 Apr 2024, 09:27 PM
সাভারে ডাকাতির প্রস্তুতির সময় দা, চাপাতি, ছোরাসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের মো. রতন (৩৫), টাঙ্গাইলের মো. রানা মিয়া (৪০), ময়মনসিংহের মো. মিলন (১৯), ঠাকুরগাঁওয়ের মো. মুরাদ (২৮), মুরাদের ভাই মো. আরিফুল ইসলাম (৩১), সাভারের ছোট বলিমেহের এলাকার মো. আব্দুল আলীম (৩৬), মানিকগঞ্জের মো. মানিক (৩৫) ও সাভারের বনপুকুর এলাকার মো. রনি (৩০)।
তাদের কাছ থেকে চারটি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি দা, একটি লোহার পাইপ ও একটি কাঠের স্ট্যাম্প জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, “গ্রেপ্তাররা দলবদ্ধ ডাকাত। সাভারে বিভিন্ন বাসায় ভাড়া থেকে ডাকাতি ও ছিনতাইসহ নানান অপরাধ করে বেড়ায় এরা।”
ওসি রিয়াজ উদ্দিন আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও আছে।”
গ্রেপ্তারদের বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েন জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।