দুই দিন আগে রাতে একটি অ্যাগ্রো ফার্ম থেকে গরুগুলো চুরি হয় বলে জানায় পুলিশ।
Published : 30 Oct 2024, 07:45 PM
ফরিদপুর সদর উপজেলার একটি খামার থেকে চুরি হওয়া ১১টি গরু পাবনার সাঁথিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে।
মঙ্গলবার রাতে উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।
২৮ অক্টোবর রাতে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শাহিন অ্যাগ্রো ফার্ম থেকে ছোট-বড় ১১টি গরু চুরি হয়। ঘটনার পরদিন ফার্মের কর্মচারী ইউনুছ মণ্ডলের নামে থানায় অভিযোগ করেন মালিক সাইফুল ইসলাম।
আটকরা হলেন- সাঁথিয়া উপজেলার তলট দক্ষিণ পাড়ার নুর বক্স প্রামাণিকের ছেলে আবু সাইদ (৪৮) এবং একই উপজেলার ছোট পাথাইল হাট এলাকার ইমান আলীর ছেলে আব্দুল্লাহ (৪৭)। আর ইউনুছ মণ্ডলও একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে সাঁথিয়ার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। এ সময় বাড়ির মালিকসহ দুইজনকে আটক করা হয়।
শাহিন অ্যাগ্রো ফার্মের মালিক সাইফুল ইসলাম জানান, “দুই বছর ধরে আমার ফার্মে কাজ করেন ইউনুছ। রাতেও ফার্মে থাকতেন তিনি। ঘটনার দিন রাতে ফার্মের সাতটি গাভী ও চারটি বাছুর নিয়ে পালিয়ে যায় ইউনুছ।”
ওসি আসাদুজ্জামান বলেন, ইউনুছ ওই বাড়িতে গরুগুলো রেখে পালিয়ে গেছেন। উদ্ধার করা গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে আটক দুইজনকে আদালতে তোলা হবে।
এ ছাড়া ফার্মের কর্মচারী ইউনুছ মণ্ডলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।