এ ঘটনায় এক লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক যুবকের আটক করেছে কোস্ট গার্ড।
Published : 01 Feb 2025, 09:13 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকবাহী নৌকা থেকে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড।
এ ছাড়া জব্দ করা নৌকাটি থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন মো. সিয়াম-উল-হক।
নিহত আব্দুস সবি (৫০) উপজেলায় শাহপরী দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামের প্রায়াত আবু সৈয়দের ছেলে।
আটক মুহাম্মদ তুহিন (২০) শাহপরীর দ্বীপের মাঝের পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমার থেকে নৌপথে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় কোস্ট গার্ড। পরে বেলা ১১টার দিকে কোস্ট গার্ড ও র্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ইঞ্জিনচালিত একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। এ সময় গ্রেপ্তার এড়াতে নৌকায় থাকা পাঁচজন নাফ নদীর মোহনায় ঝাঁপ দেয়। পরে কোস্ট গার্ডের সদস্যরা দুইজনকে উদ্ধার করতে পারলেও বাকিরা পালিয়ে যান।
কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে উদ্ধার দুজনের মধ্যে সবির অবস্থা গুরুতর হওয়ায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
জব্দ করা ইয়াবা ও আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।