বাড়ির উঠান থেকে মেয়াদুল নিখোঁজ হয়; পরিবার অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি।
Published : 27 Jan 2025, 11:05 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত দিন পর ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান।
নিহত মেয়াদুল ইসলাম ওই গ্রামের মনির হোসেনের বাড়ির মো. রনির ছেলে।
পুলিশ জানায়, মেয়াদুলের বাবা পেশায় একজন অটোরিকশা চালক। ২১ জানুয়ারি সকাল ১০টার দিকে রনি বাড়ির পাশের একটি দোকানে নিয়ে ছেলেকে চকলেট কিনে দেন। এরপর মেয়াদুল তার বোনের সঙ্গে বাড়ি ফিরে আসে।
সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল নিখোঁজ হয়। পরিবার অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি।
বিকাল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটিতে মেয়াদুলের মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন।
ওসি লিটন দেওয়ান বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।