Published : 05 Jan 2025, 07:06 PM
কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় উদ্ধার হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা।
একটি ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে টেকনাফে আসেন এ রোহিঙ্গারা। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।
রোববার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সাগরের মুন্ডার ডেইল পয়েন্ট দিয়ে তারা প্রবেশ করে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১০ জন শিশু রয়েছ বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, “মুন্ডার ডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৬ জন রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়।”
বিজিবির এ কর্মকর্তা বলেন, “উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগর পথে তারা ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে করে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
“গত ৫ দিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিল। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।”
উদ্ধার হওয়া রোহিঙ্গা মোহাম্মদ আলম বলেন, “রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে।”
তার ভাষ্য, এতে কেউ অস্বীকৃতি জানালে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন-নিপীড়ন। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পুনরায় স্বদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান।