এ সময় শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।
Published : 29 Aug 2024, 05:06 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
এ সময় শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষরা। বন্যার পানি নেমে যাওয়ার পর রোগ-বালাইয়ের প্রকোপ দেখা দেওয়ায় স্বাস্থ্যসেবার উদ্যোগ নেয় সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম, গাইনি চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডা. সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. আসিফ রোবায়েত, মেজর ডা. সাবিনা, ক্যাপ্টেন ডা. রাকিব, ডা. আশুতোষ চাকমা, জোনের ক্যাপ্টেন মোমিন শিহাব।