ওই ব্যবসায়ী দোষ স্বীকার করলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
Published : 12 Dec 2024, 06:58 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয়েছে ৩৩১ বস্তা সার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আরাজী দেওডোবা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
দণ্ড পাওয়া হীরা লাল রায় (৩৫) উপজেলার আরাজী দেওডোবা গ্রামের হর সুন্দর বর্মনের ছেলে। তিনি সার ও কীটনাশকের ব্যবসা করেন।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, হীরা লালের বাড়িতে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির খবর পাওয়া যায়। পরে পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাহী হাকিম রওজাতুন জান্নাত অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের ৩৩১ বস্তা সার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী দোষ স্বীকার করলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৩১ বস্তা সার জব্দ করা হয় বলে জানান তিনি।
অভিযানে আদিতমারী থানার ওসি আলী আকবর, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, অবৈধ সার ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। সারের বিষয়ে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না।
কৃষিবিদ ওমর ফারুক বলেন, কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি নির্দেশ মোতাবেক বিসিআইসি, বিএডিসি ও কার্ডধারী খুচরা ব্যবসায়ী ছাড়া অন্য কারও কাছে সার বিক্রির বৈধতা নেই। সরকারি নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।