পুলিশ জানায়, ফ্যানের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।
Published : 17 May 2024, 12:39 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির উঠানে ফ্যান দিয়ে ধান পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক প্রাণ হারিয়েছেন।
উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী মাহবুর রহমান ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ওসি শফিকুল বলেন, “মাহবুর বোরো ধান কেটে তা মাড়াই করেন। সন্ধ্যায় সেই ধান ফ্যানের বাতাসে পরিষ্কার করছিলেন। কিন্তু বিদ্যুৎ সংযোগের গণ্ডগোলে ফ্যানটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল।
“এ সময় ওই বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুর ঘটনাস্থলেই মারা যান।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।