ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

খুঁটি থেকে তার কাটার সময় ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলের পানিতে পড়ে যায় বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 04:10 PM
Updated : 10 Nov 2023, 04:10 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাপোটিয়া বিলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।

নিহত নজরুল ইসলাম (১৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের গৌতম পাড়ার প্রয়াত আলী জাহানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটুরা গৌতম পাড়ার ফরহাদ হাজারী ও ওলিউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় নজরুলকে নিয়ে বৈদ্যুতিক লাইনের তার কাটার জন্য সাপোটিয়া বিলে যান।

এ সময় নজরুল বৈদ্যুতিক খুঁটি থেকে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রামপুরা বাজারের মালেহা মেডিকেল হলে নিলে এক পল্লী চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায় পুলিশ।

শুক্রবার মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি এমরানুল।