মেরামত কাজের জন্য সোমবার রাত ১১টার পর গ্যাস লাইনে সরবরাহ বন্ধ করা হয়েছিল বলে জানান প্রকৌশলী হাসান।
Published : 26 Jun 2024, 01:20 AM
প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহে তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে।
মেরামত শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস সরবরাহ চালু হয় জানিয়েছেন তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
তবে গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছুতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ফেটে যায়।
ওই গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে চায়না একটি কোম্পানির পাইলিং করতে গিয়ে গ্যাস সঞ্চালন পাইপ লাইনটিতে আঘাত লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পরে দিনভর স্বাভাবিক রাখলেও মেরামত কাজের জন্য সোমবার রাত ১১টার পর গ্যাস লাইনে সরবরাহ বন্ধ করা হয়েছিল বলে জানান প্রকৌশলী হাসান।
তিনি আরও বলেন, “মঙ্গলবার দিনভর মেরামত কাজ শেষে রাত ৮টার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। তবে লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহক পর্যায়ে সঠিকভাবে গ্যাস পৌঁছুতে কিছুটা সময় লাগবে।”
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ ও নেত্রকোনার কয়েক হাজার মানুষ।
বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মানুষের ভিড় জমতে দেখা যায়।
আগের সংবাদ