নরসিংদীর পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান রাজু মিয়া।
Published : 19 Apr 2025, 04:13 PM
নরসিংদীতে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীর এবং অন্য একটি জায়গা থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার বালুসাইর গ্রামের বাড়ি থেকে স্ত্রীর এবং শনিবার দুপুরে বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।
নিহত দম্পতি হলেন- বালুসাইর গ্রামের রাজু মিয়া (৪২) এবং তার স্ত্রী মানছুরা বেগম (৩৮)। তাদের তিন ছেলেমেয়ে রয়েছে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের দরজার তালা ভেঙে বিছানায় গলায় ওড়না পেঁচানো মানছুরার মরদেহ দেখতে পায় সন্তানরা। পরে তারা পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাজু মিয়া। সকালে সদর উপজেলার বাবুরহাট এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশে দড়িতে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে ফায়ার সার্ভিস মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হাসপাতালে গিয়ে স্বজনরা রাজু মিয়ার লাশটি শনাক্ত করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “রাজু মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান রাজু মিয়া। পরে তিনিও আত্মহত্যা করেন।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।