তিন পার্বত্য জেলার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান এসব কথা বলেন।
Published : 07 Jan 2025, 08:27 PM
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়ন ও মান সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
তিনি বলেছেন, “গত দেড় দশকে সংবাদমাধ্যমে নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে প্রতিষ্ঠান মালিকরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেননি। তবে মালিকরা সুবিধা নিয়েছেন। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক মর্যাদাও থাকে না। নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশনের অনুমোদন দিয়েছে বিগত সরকার।
“প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠান, এটি বিলোপ করে নতুন প্রতিষ্ঠান তৈরি করার দরকার।”
মঙ্গলবার দুপুরে তিন পার্বত্য জেলার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কমিশন প্রধান এসব কথা বলেন।
বৈঠকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান মিলিয়ে ৭৫ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কামাল আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য মোস্তফা সবুজ, আব্দুল্লাহ আল মামুন, বেগম কামরুনন্নেসা হাসান উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা ভুঁইফোড়, আন্ডারগ্রাউন্ড পত্রিকা বন্ধ, সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিশ্চিত করা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সংবাদকর্মীদের কাজে বাধা প্রদানকারী ‘কালো আইন’ বাতিল করার দাবি জানান।