জব্দ করা পলিথিন রাজধানীর বাবু বাজার থেকে বগুড়ায় নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।
Published : 16 Oct 2024, 12:03 AM
ঢাকার আশুলিয়ায় ১০ হাজার কেজি পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ট্রাক চালক ও সহকারীকে।
মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।
আটকরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আব্দুর রশিদের ছেলে ট্রাক চালক মো. রাব্বি হোসেন (২৩) এবং একই থানার ডহরপুর পূর্বপাড়া এলাকার মো. তোজাম্মেল হোসেনের ছেলে চালকের সহকারী মো. তামিম হোসেন (২২)।
তারা রাজধানীর বাবু বাজার থেকে পলিথিন ভর্তি ট্রাকটি নিয়ে বগুড়া রেল স্টেশনের হাড্ডি পট্টি এলাকার ‘মেসার্স আলম ট্রেডার্সে’ নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবু বকর বলেন, গোপন খবর পেয়ে ভোরে পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর তিন রাস্তার মোড়ে চেক পোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ১০ হাজার ৬৭২ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ ছাড়া আটক করা হয় ট্রাক চালক রাব্বি ও তার সহকারী তামিমকে।
জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা বলে জানান তিনি।
জব্দ করা পলিথিনগুলো বগুড়ার এক ব্যবসায়ীর; তাকেও আইনের আওতায় আনা হবে জানান পুলিশের এই কর্মকর্তা।