ময়মনসিংহে যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
তাছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের জন্য আরও মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।
সাজাপ্রাপ্ত সব আসামি রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন।
তাছাড়া এ মামলায় আরও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
২০১১ সালের ২১ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলায় আদালতের এই রায় আসে।
রিয়াজ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু মামলার নথির বরাতে বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের আসামিরা তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রিয়াজকে কুপিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান রিয়াজ।
এ ঘটনায় তার ছোট ভাই মোফাজ্জল হোসেন তারাকান্দা থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ২০১২ সালের ২৯ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীবী সঞ্জীব বলেন, আদালত ১২ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন বলে আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান জানিয়েছেন।