Published : 22 Oct 2022, 11:59 AM
মাদারীপুরে মামা বাড়ি যাওয়ার পথে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর লাশ একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের।
শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
নিহত ১২ বছর বয়রী মেয়েটির বাড়ি ওই হোসনাবাদ গ্রামে। সে স্থানীয় চরনাচনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় তার মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রী চরনাচনা গ্রামের মামা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেয়। এরপর থেকে তার আর কোনো হদিস মিলছিলো না। মামা বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে তার মা বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর মধ্যে শুক্রবার রাত ১০টার দিকে খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মেয়েটির মা বলেন, “আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লাশ খালের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিলো বলে ধারণা করছি।”