কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আহম্মদ কবিরের খামার থেকে সোয়া ১ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‍্যাব। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 02:39 PM
Updated : 28 March 2023, 02:39 PM

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আহম্মদ কবির টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

এ ছাড়া মামলায় খালাস পেয়েছেন একই এলাকার নুর মোহাম্মদ ওরফে খুলু।

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি রাতে উত্তর লম্বরী এলাকায় আহম্মদ কবিরের মুরগির খামারে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তৎকালীন র‍্যাব-৭। সেই সময় আহম্মদ কবিরসহ দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় পরদিন র‍্যাবের এসআই শামসুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

২০২১ সালের ৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রায়ে মামলার প্রধান আসামি আহম্মদ কবিরকে যাবজ্জীবন এবং পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।