গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ‘গণপিটুনিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বর্তুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আমিরুল ইসলাম।
নিহত ৪৫ বছর বয়সি দুলাল মিয়া ওরফে ভাণ্ডারি দুলাল উপজেলার পাড়ারটেক এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধ্য জিন্দা এলাকার ইট-বালু ব্যবসায়ী রায়হান আকন্দ (২৪) বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার এফ জেড মোটরসাইকেলে করে এলাকার ছোট ভাই সাইদুলকে নিয়ে ভেকু ভাড়া করতে বালীগাঁওয়ে একটি গ্যারেজে যাই। গ্যারেজ বন্ধ থাকায় কিছু সময় অপেক্ষার পর সেখান থেকে বাড়ি ফিরছিলাম।
“পথে আমাদের মোটরসাইকেল অনুসরণ করছিল অপর একটি মোটরসাইকেল। রাত সাড়ে ১১টার পর কালীগঞ্জের বর্তুল এলাকায় নির্জন স্থানে পৌঁছলে আমাদের পথ রোধ করে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি। তাদের হাতে দেশি অস্ত্র ছিল।”
তিনি আরও বলেন, “তারা আমার নাম ধরে বলে, তোর সঙ্গে কী আছে, সব দে। এ সময় নিজের পরিচয় দিয়ে বলি, ভাই কী সমস্যা? এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর মধ্যে অপর একটি মোটরসাইকেলে আরও তিনজন আসে।
“তাদের হাতেও দেশি অস্ত্র ছিল। পরে তারা আমাদের ঘিরে ধরে মোবাইল ফোন ও আমার সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন।”
ছিনতাইকারীরা তাদের আঘাতের চেষ্টা করলে মোটরসাইকেল ফেলে দৌড়ে কিছুদূর গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার কথা জানান রায়হান।
তিনি আরও জানান, এর মধ্যে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে তাদের মধ্যে ভাণ্ডারি দুলাল নামের একজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।
পুলিশ জানায়, গুরুতর আহত ভাণ্ডারি দুলালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রায়হান আকন্দ বলেন, “রাতেই কালীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানাই। সেই সময় ডিউটি অফিসার সকালে আসার জন্য বললে বাড়ি ফিরে যাই।”
ছিনতাইকারীরা মোটরসাইকেল, মোবাইল ও তিন লাখ টাকা নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগী রায়হান।
কালীগঞ্জ থানার এএসআই আব্দুল আউয়াল বলেন, “মধ্যরাতে স্থানীয় ইউপি সদস্য মাহবুব ফোনে জানান, একজনকে মারধর করে সড়কে ফেলে রেখেছে এলাকাবাসি।
“পরে রাত ৩টার দিকে এক যুবক থানায় এসে বলেন, তাকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে কয়েক ব্যক্তি। কমপিউটার অপারেটর না থাকায় তাকে সকালে আসতে বলা হয়েছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কালীগঞ্জ থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান।