ঢাকায় পুলিশকে পিটিয়ে হত্যা: রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

ছাত্রদলের এ নেতাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 01:50 PM
Updated : 14 Nov 2023, 01:50 PM

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আখতার জানান।

গ্রেপ্তার ৩২ বছর বয়সি আরিফুল ইসলাম রোমান রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব কমান্ডার শাইখ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। সেই মামলার ৭৮ নম্বর আসামি আরিফুল।”

আরিফুলকে পল্টন থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

সাজানো মামলায় রোমানকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে বিএনপি নেতাকর্মীদের যে গ্রেপ্তার ও দমন-পীড়ন চলছে, এটি তারই অংশ।”

ছাত্রদল নেতা গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।