ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক ও পাওয়ার ট্রলির সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে উপজেলার গনিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ।
নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের প্রয়াত গোলাম উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের প্রয়াত মনজুর হোসেনের ছেলে হাফিজ উদ্দীন (২৮)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি লতিফ বলেন, পীরগঞ্জে কাজ শেষে ডিজেল চালিত পাওয়ার ট্রলিতে করে কয়েকজন নির্মাণ শ্রমিক রাণীশংকৈলে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাক পাওয়ার ট্রলিটিকে ধাক্কা দেয়।
এতে পাওয়ার ট্রলিটি উল্টে রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম ও আওয়াল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুল ও হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত আওয়ালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে; তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।