বরিশালে হত্যা মামলায় অজ্ঞান পার্টির সদস্যর যাবজ্জীবন

লঞ্চে কৌশলে ফলের রসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় অজ্ঞান পার্টির সদস্যরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 03:29 PM
Updated : 16 Nov 2022, 03:29 PM

ফলের রসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে হত্যার দায়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বুধবার জেলার জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি লস্কর নুরুল হক জানান।

রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাবাসে থাকবে হবে।

দণ্ডপ্রাপ্ত খোকন সিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা; যিনি পলাতক রয়েছেন।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ৮ মার্চ ঢাকা থেকে আল-ওয়ালিদ লঞ্চে বরিশালের উদ্দেশে রওনা দেন মোকসেদ আলী খান। লঞ্চে কৌশলে তাকে ফলের রসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় অজ্ঞান পার্টির সদস্যরা। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন মোকসেদকে লঞ্চের পেছনে নিয়ে নদীতে ফেলে দেন অজ্ঞান পার্টির সদস্য খোকন সিকদার।

পরদিন বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে মোকছেদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৩ সালের ১২ মার্চ বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে শামীম খান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সে সময়ের পরিদর্শক উথান চো ২০১৫ সালের ১২ মার্চ খোকনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

মামলার শুনানিতে ১৭ জনের সাক্ষ্য নিয়ে বুধবার এ রায় দেয় আদালত।