এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন এ অভিযান পরিচালনা করে।
Published : 04 Jan 2025, 11:17 AM
ফিটনেস ও লাইসেন্সবিহীন, বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ।
পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় চারটি বাসসহ পাঁচটি যান জব্দ করা হয়েছে।
শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া।
এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন আকস্মিক এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।
অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সীগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র্যাব-১০ এর একটি টহল দল অংশ নেয়।
ডিআইজি আকতারুজ্জামান বলেন, ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনে কাগজপত্র চেক করা হয়। এসময় চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকার কারণে জব্দ করা হয়।
পরে পুলিশ জব্দ করা বাসগুলোর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে বলেও জানান তিনি।
পুরানো খবর-
এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২১