রোদের প্রচণ্ড তাপ উপেক্ষা করেও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে কাতার ছাড়িয়ে যায় ঈদ জামাত।
Published : 31 Mar 2025, 01:26 PM
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ বড় ময়দানে রোজার ঈদের জামাতে অংশ নিয়েছেন লাখো মুসলমান।
সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মৌলানা মাহফুজুর রহমান।
নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ ও শান্তি বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জানমাল রক্ষা ও শান্তিময় জীবন যাপনের জন্য মোনাজাত করা হয়।
মাঠ কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২৩ একর এই ঈদগাঁ মাঠে নামাজের জন্য ৮০০ ফিট দৈর্ঘ্যর দুইশ কাতার প্রস্তুত করা হয়েছিল। এক কাতারে প্রায় ৫৩০ জন মানুষ নামাজ আদায় করতে পারেন।
তবে রোদের প্রচণ্ড তাপ উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে সেই কাতারও ছাড়িয়ে যায় ঈদ জামাত।
এদিকে নামাজ ঘিরে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের বিভিন্ন ইউনিটের সাড়ে তিনশ সদস্য ছাড়াও র্যাবের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
মাঠে প্রবেশের ক্ষেত্রে সবাইকে তল্লাশী করা হয়। এছাড়াও মাঠে ছিল র্যাব ও পুলিশের ওয়াচ টাওয়ার।
স্বাধীনতার আগে থেকেই দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত হয়ে এলেও নতুন করে ২০১৬ সাল থেকে বড় পরিসরে জামাত শুরু হয়। প্রায় ২৩ একর এলাকাজুড়ে ময়দান সম্প্রসারণ করা হয়, নির্মাণ করা হয় সুদৃশ্য বিশাল ঈদগাঁ মিনার। ৫১৭ ফুট দৈর্ঘের এই মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট।
আগের সংবাদ