এক কাতারে ৫৩০ জন নামাজ আদায় করতে পারবেন; এমন দুই শতাধিক কাতারের ব্যবস্থা রাখা হয়েছে।
Published : 28 Mar 2025, 08:49 PM
ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।
দেশের বৃহৎ এ ঈদগাঁ মাঠ সংস্কারসহ পরিস্কার-পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং ও ওজুখানার কাজ শেষ হয়েছে।
সকাল ৯টায় এ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
শুক্রবার বিকালে তিনিসহ পুলিশ সুপার মাঠ পরিদর্শন করেছেন।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার আগে থেকে ঈদের জামাত হয়ে এলেও নতুন করে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ ও মাঠ সম্প্রসারণ করে প্রায় ২৩ একর এলাকাজুড়ে স্থাপিত বিশাল ঈদগাঁ মাঠে ২০১৬ সাল থেকে বড় পরিসরে জামাত শুরু হয়েছে।
৫১৭ ফুট দৈর্ঘের এই ঈদগাঁ মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট।
দিনাজপুরের ডিসি রফিকুল ইসলাম বলেন, মাঠে নামাজের কাতারের জন্য ৮০০ ফুট দৈর্ঘ ও ৮০০ ফুট প্রস্থের (বর্গাকৃতি) ব্যবস্থা করা হয়েছে।
এক কাতারে প্রায় ৫৩০ জন নামাজ আদায় করতে পারবেন। এমন দুই শতাধিক কাতার প্রস্তুত রাখা হয়েছে।
জেলা পুলিশের এসপি মারুফাত হুসাইন বলেন, মাঠে নামাজ আদায়কারীদের নিরাপত্তায় পুলিশের বিভিন্ন ইউনিটের সাড়ে ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।