পুলিশ জানায়, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে হসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Published : 09 Sep 2024, 10:08 AM
কুমিল্লা নগরে কভার্ডভ্যান চাাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবির আহমেদ জানান।
নিহত ২৯ বছর বয়সী মো. মাসুম হোসেন খুলনার দাকোপ থানার বানিশান্তা গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং ২৪ বছর বয়সী মো. হাসান মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার থানার নারুন্দা গ্রামের মজনু মিয়ার ছেলে।
দুজনই কুমিল্লা ইপিজেডে ওয়েজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন। তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক কবির বলেন, “অফিস ছুটির পর পরে দুজনে মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। পথে ইয়াছিন মার্কেট এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগতির একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই হাসান মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
কবির বলেন, দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে কভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে।