দুই দিন আগে ওই ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন বলে জানায় পুলিশ।
Published : 10 Nov 2024, 12:40 AM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবত্র গ্রামের একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
নিহত মো. সালাউদ্দিন (৪৫) মিরুখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুস সত্তার হাওলাদার ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সালাউদ্দিন গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। শনিবার রাত পৌনে ৮টার দিকে স্থানীয়রা খালে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে জানান তিনি।
ওসি বলেন, প্রাথমিকভাবে মৃতদেহের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তরিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।