Published : 29 Apr 2024, 12:22 AM
পদ্মা সেতু থেকে টোল আদায় দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে; দেশের বৃহত্তম এ সেতু চালুর ২২ মাসে আয় এ মাইলফলকে পৌঁছাল।
২০২২ সালের ২৬ জুন সেতু চালুর পর শনিবার রাত ১২টা পর্যন্ত এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান পারাপার হয়; যেখান থেকে এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।
এর মধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ মাওয়া দিয়ে ৫৬ লাখ এক হাজার ২৩২টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন পারাপার হয় বলে জানান তিনি।
আমিরুল হায়দার জানান, সেতু চালুর পর এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে। গড়ে প্রতিদিন দুই কোটি টাকার বেশি টোল আদায় হয়। আর এক দিনে টোল আদায়ের রেকর্ড প্রায় পাঁচ কোটি টাকা।
এবারের ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল আদায় হয় চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি এবং জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৭ জুন ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল; যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
তৃতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২২ সালের ৮ জুলাই; সেদিন ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপারে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল বলে জানান আমিরুল হায়দার।
তবে সেতু চালুর প্রথম দিন রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হয়েছিল বলে জানান পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেদিন সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬ যানবাহন পারাপার হয়; যা ছিল সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।
আরও পড়ুন: