৪ অগাস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিহাব।
Published : 20 Aug 2024, 08:12 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলসহ ৩৩ জনের নামে হত্যা মামলা হয়েছে।
সোমবার রাতে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান আলী বাদী হয়ে মামলাটি করেন বলে জানান এনায়েতপুর থানার ওসি মো. হাসিবুল্লাহ হাসিব।
মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৫০০ থেকে ৭০০ আসামি করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ অগাস্ট এনায়েতপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র শিহাব উদ্দিন (১৭) মারা যায়।
নিহত শিহাব হোসেন বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছাড়াও আসামিরা হলেন- বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোলায়মান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রামানিক, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ এবং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্লা।
বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনের সময় ৪ অগাস্ট এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে; এতে ১৫ পুলিশ সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে শিহাব ছিলেন।