কবির স্মৃতিকে অম্লান রাখতে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণার আহ্বান জানান জেলা প্রশাসক।
Published : 25 Dec 2024, 12:02 AM
নেত্রকোণায় প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নেত্রকোণা নাগরিক সমাজ এই নাগরিক শোকসভার আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি এনামুল হক পলাশ, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান।
কবি রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, “হেলাল হাফিজ শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন এক যুগান্তকারী প্রতীক। তার কবিতা প্রেম, দ্রোহ এবং জীবনের গভীর অনুভূতিকে তুলে ধরেছে। তিনি যুবসমাজের মাঝে এক আলোকবর্তিকা হয়ে থাকবেন। তার সৃষ্টি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জোগাবে।”
তিনি বলেন, “হেলাল হাফিজের অর্থের প্রতি, বিত্তের প্রতি, সংসারের প্রতি কোনো মোহই ছিল না। একটা লাইন লিখতে চেয়েছেন। সেটাই তিনি লিখেছেন। এটাই তার বড় প্রাপ্তি।”
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “হেলাল হাফিজের কবিতা শুধু বাংলাদেশ নয়, সারা বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। তার অনেক অনবদ্য সৃষ্টি আছে; যা আমাদের অনুপ্রেরণা যোগায়।”
কবির স্মৃতিকে অম্লান রাখতে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভা শেষে কবির স্মরণে তার কবিতা পাঠ করা হয়।
সভায় জেলার সাংস্কৃতিক, সাহিত্যিক এবং সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।