মামার গুলিতে রাশেদুজ্জামান তানিম আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Published : 12 May 2024, 01:58 PM
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে গুলি করে আহত করার অভিযোগে তার মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ পৌরসভার নবীনবাগ এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান।
আহত রাশেদুজ্জামান তানিম (২৯) গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে।
এ ঘটনায় রাশেদুজ্জামানের মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ আটক করেছে গোপালগঞ্জ থানার পুলিশ। রাশেদুজ্জামানের মামা ওই এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
ওসি বলেন, “জমি নিয়ে মোস্তফা কামালের সঙ্গে তার ভগ্নিপতি শাহিদুজ্জামান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামাল তার এয়ারগান দিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার পরিবারকে লক্ষ্য করে ৩০টির মত গুলি করে।
“এ সময় ভাগ্নে রাশেদুজ্জামান তানিম গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।”
এ ঘটনায় মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এ বিষয়ে থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।”