এ সময় বালু পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।
Published : 25 Sep 2024, 09:21 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদী থেকে পানি উন্নয়ন বোর্ডের উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাজিয়ারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে সেনাবাহিনীর সিরাজগঞ্জের উল্লাপাড়া ক্যাম্পের কমান্ডার মেজর রেদওয়ান জানান।
আটক আলমাছ প্রামাণিক (৩২) উপজেলার দরগাহ চরের চাঁন প্রামাণিকের ছেলে।
মেজর রেদওয়ান জানান, নদীতীরে বাঁধ নির্মাণের সময় বাজিয়ারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ড বালু উত্তোলন করে বিশাল এলাকাজুড়ে স্তূপ করে রেখেছিল। অনুমতি ছাড়াই আনিছ প্রামাণিক সেই বালু দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।
অভিযানকালে আনিস প্রামাণিককে না পাওয়া গেলেও তার আপন ভাই আলমাছ প্রামাণিককে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছেন।
এ সময় বালু পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, থানার এসআই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।