সকাল ৮টার দিকে এ পথে ফেরি চলাচল শুরু হয়।
Published : 18 Feb 2025, 09:57 AM
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে কুয়াশার কারণে চার ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ পথে ফেরি চলাচল শুরু হয় বলে হয় বলে বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান।
এর আগে মঙ্গলবার ভোর ৪টার থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
নাসির বলেন, ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে শাহ আলী ও ধানসিঁড়ি নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেগুলো গন্তব্যে ছেড়ে গেছে।