নিহতের হাতে এবং পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।
Published : 29 Oct 2024, 11:01 AM
ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বাসযাত্রী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন।
নিহতের নাম আসাদুজ্জামান। তার বয়স ৩৮ বছর। তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকার আবু বক্করের ছেলে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোরে গাড়ি থেকে নামার পর কয়েকজন ওই ব্যক্তির গতিরোধ করে সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। নিহতের হাতে এবং পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।
ওসি জুয়েল বলেন, “দূরপ্লালার ঢাকাগামী একটি বাস থেকে নামার পর ওই যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।
“মরদেহের পাশ থেকে একটি কালো রঙের সাইট ব্যাগ পাওয়া গেছে। সেখান থেকে পাওয়া একটি জাতীয় পরিচয়পত্রের কপিতে নিহতের নাম-পরিচয় অস্পস্টভারে লেখা ছিল।”
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানিএ পুলিশ কর্মকর্তা।