৪ অগাস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সবুজ মিয়া।
Published : 13 Nov 2024, 01:27 PM
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শেরপুর সদর উপজেলার গরুহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী।
গ্রেপ্তার মো. সোহেল (৩৪) শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের মো. কাজিমুদ্দিন শেখের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ৪ অগাস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। বিকাল পৌনে ৪টার দিকে ওই মিছিলে আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাতাড়ি গুলি করতে থাকে দুষ্কৃতকারীরা। তাদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামে একজন ছাত্র হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ওই ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।