প্রবাসী নিলয় ও অভি মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার পথে একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয় বলে জানায় পুলিশ।
Published : 04 Mar 2025, 01:48 PM
চাঁদপুর সদর উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। তারা চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ইতালি থেকে দেশে এসেছিলেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
নিহতরা হলেন- পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. অভি (১৭) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. নিলয় (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা পরিবারের সঙ্গে ইতালি থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হন। পথে প্রাণ কোম্পানির একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয় মারা গেছেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোখলেছুর রহমান দুজনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।
ওসি বাহার মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও তার সহকারী ইসমাইল হোসেনকে থানা হেফাজতে আছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।