শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
Published : 24 Jan 2025, 09:00 PM
বাংলা ভাষার সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মদিন উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’।
শুক্রবার বিকালে কবুতর ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
তিনি বলেন, “মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমর রত্ন। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে তিনি সমাদৃত। তার যে দেশপ্রেম ছিল, তা এক বিরল দৃষ্টান্ত। কপোতাক্ষ নদ কবিতায় বোঝা যায় তার দেশপ্রেম কতটা গভীর ছিল।”
মহাকবির দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান ফিরোজ সরকার।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দোকার এনামুল কবির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, লেখক গবেষক বেনজীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্যসচিব জেসিনা মুর্শিদ এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজনারায়ণ দত্ত কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন। মা জাহ্নবী দেবীর হাত ধরে শিক্ষাজীবন শুরু হয় মধুসূদনের।
পরবর্তী সময়ে নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।