“এখনও ঘটনার রহস্য কিংবা কোনো ক্লু উদ্ধার হয়নি।”
Published : 13 Feb 2025, 04:14 PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।
কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে বুধবার রাতে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন বলে ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে কলাপাড়ার রজপাড়া গ্রামে কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের কাঠ ও টিনের তৈরি তিন কক্ষের বসত ঘর এবং রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, তারা গিয়ে দেখেন পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তাই অগ্নিকাণ্ডের কারণ তারা চিহ্নিত করতে পারেনি। তবে আগুন থেকে ঘরের পাশের গোয়াল ঘরটি রক্ষা করা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে পারবেন।
এ ঘটনার পর বুধবার বেলা ১২টায় কাফি পুড়ে যাওয়া ঘরে সামনে সাংবাদ সম্মেলন করে কফি সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। সেখানে নতুন করে ঘর নির্মাণ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তা না হলে, রাজপথে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “মামলায় আসামিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনার রহস্য কিংবা কোনো ক্লু উদ্ধার হয়নি। চেষ্টা চলছে।”