পাঁচ দিন আগে ওই ব্যক্তি স্ত্রীকে নিয়ে হবিগঞ্জ থেকে সিলেটে আসেন বলে জানায় পুলিশ।
Published : 21 Nov 2023, 09:03 PM
স্ত্রীর চিকিৎসা করাতে হবিগঞ্জ থেকে সিলেটে এসে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর আলী বাহার চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন।
নিহত সীতেশ চন্দ্র গোপ (৪৬) হবিগঞ্জ সদর উপজেলার ঘোষ পাড়ার রাখাল চন্দ্র গোপের ছেলে।
পরিবারের বরাতে ওসি মঈন উদ্দিন বলেন, ১৬ নভেম্বর সীতেশ তার গর্ভবতী স্ত্রীকে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শনিবার অস্ত্রোপচারে মাধ্যমে তার স্ত্রীর এক সন্তানের জন্ম দেন। আর রোববার সন্ধ্যায় নিখোঁজ হন সীতেশ।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্বজনরা জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন বলে তিনি জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয়রা চা বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সীতেশের ভাই গোপেশ চন্দ্র গোপ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। মরদেহের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণার কথা জানিয়েছেন ওসি মঈন উদ্দিন।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর ও সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।