দুই দিন আগে রাতে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে এক কিশোরসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়।
Published : 19 Dec 2024, 08:20 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ছুরিকাঘাতে দুই তরুণ নিহতের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে নাচোল আমলি আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ঈশিতা শবনম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই দেওয়ান আলমগীর।
তারা হলেন- নাচোল উপজেলার মল্লিকপুরের বাহার আলী মণ্ডলের ছেলে আজিজুল হক (৫২) এবং একই এলাকার এজাবুলের ছেলে তাসিম (৩২)।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২) এবং চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)।
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ছুরিকাঘাতে নিহত ২
এসআই দেওয়ান আলমগীর জানান, ঘটনার পরদিন সন্ধ্যায় মাসুদ রানার বাবা এজাবুল হক ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করে নাচোল থানায় হত্যা মামলা করেন।
পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আজিজুল ও তাসিমকে গ্রেপ্তার করে।
দুপুরে গ্রেপ্তারদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান এসআই দেওয়ান আলমগীর।