ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা: স্থানীয় সরকারমন্ত্রী

“সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।”

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 09:57 AM
Updated : 11 Nov 2023, 09:57 AM

নির্বাচনে না এসে কোনো দল ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার সকালে হবিগঞ্জ পৌর মহা-শ্মশানঘাট এলাকায় ‘পৌর পানি লৌহ দূরীকরণ প্রকল্প-৩’ এর উদ্বোধন শেষে উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন অপরিহার্য।

“সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সকল দলকে আহ্বান জানিয়েছে।”

সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে।”

“বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে,” বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।

এর আগে মন্ত্রী তাজুল ইসলাম নবনির্মিত জেলা পরিষদ ডাক বাংলো, হবিগঞ্জ-বানিয়াচং আর অ্যান্ড এইচ রোড থেকে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নবনির্মিত চেইনেজ ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ এবং স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক নির্মিত বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।