পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের এ ঘটনা ঘটানো হয়েছে।
Published : 12 Jan 2025, 03:46 PM
কিশোরগঞ্জে সদর উপজেলায় একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মারিয়া ইউনিয়ন থেকে মীর হোসেন নামে ওই চালকের লাশ উদ্ধার হয় বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান।
৬২ বছর বয়সী মীর কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারপাশা সতাল এলাকার বাসিন্দা।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “মীর হোসেন রাতে অটোরিকশা নিয়ে বের হন। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
ওসি আবদুল্লাহ আল মামুনের ভাষ্য, “অটোরিকশাটি পাশের একটি খাদে পড়ে যাওয়ায় ছিনতাই করতে পারেনি।”