পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
Published : 14 Apr 2025, 08:07 PM
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাত ভাইয়ের প্রাণ গেছে।
সোমবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।
সাত বছর বয়সি মৃত মো. জুনায়েদ ও আট বছর বয়সি মো. শাহিদ সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসলে নামে ওই দুই শিশু। কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসলে গিয়ে এক শিশুকে ডুবতে থাকা অবস্থায় দেখে উদ্ধার করেন।
পরে মনিরের ডাক-চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পুকুর থেকে অন্য শিশুকেও উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”