গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, বলছে পুলিশ।
Published : 13 Mar 2025, 09:54 AM
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চাপ্তা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান।
আহতদের মধ্যে তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মাকসুদুর রহমান বলেন, “খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
“পরে বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১২ যাত্রী আহত হয়।”
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত তিনজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”