এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা।
Published : 14 Aug 2024, 04:20 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, যাদের ‘মাদক কারবারী’ বলছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের বাগীচাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার দুপুরে জানিয়েছেন র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি।
আটকরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মফিজুল ইসলাম (৩০), একই উপজেলার কাশিরাম গুড়াতিপাড়ার রবিউল ইসলাম (২৪) ও সুতধার গ্রামের সুমন মিয়া (২৯)।
এক বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাগীচাপাড়া এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিন মাদক কারবারীকে।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।