চা শ্রমিকরা তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
কিশোরগঞ্জে ট্রেনেরইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-ভৈরব পথে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ‘আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস’ ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় এর ইঞ্জিন বিকল হয়ে গেলে ময়মনসিংহ-ভৈরব পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আখাউড়া থেকে মিস্ত্রি গিয়ে ইঞ্জিনটি মেরামত করলে সকাল ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার।