হেলমেটবিহীন মোটরসাইকেল ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশনার।
Published : 02 Jun 2024, 11:27 PM
কোরবানির ঈদের সময় গরুবাহী কোনো ট্রাক সড়কে লোড-আনলোড করতে পারবে না বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
তিনি বলেন, “আমরা নির্দেশনা দিয়েছি কোরবানির পশুর হাটের ভেতরে গরু লোড-আনলোড করতে হবে। রাস্তায় লোড আনলোড করতে পারবে না, রাস্তায় গরুবাহী ট্রাক থাকতে পারবে না।”
রোববার সকালে চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদযাত্রায় ‘ট্রাফিক সচেতনতা ও যানবাহনের শৃঙ্খলায় বিশেষ অভিযান' পরিচালনা উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ট্রাফিক পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ট্রাফিক সচেতনতায় গণপরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হবে। একই সঙ্গে গার্মেন্টসের মালিক ও শ্রমিকদের সঙ্গে সচেতনতার জন্য তাদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেয়া হবে।
এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পরে পুলিশ কমিশনারের নেতৃত্বে গণপরিবহনে ট্রাফিক আইন ও নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এসময় গাজীপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিয়াউল হক, উপ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।