বেনাপোল আইসিপি ক্যাম্পের শূন্যরেখায় পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানায় বিজিবি।
Published : 23 Jan 2025, 11:27 PM
যশোরের বেনাপোলে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফ সীমান্তে কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবির অনুমতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্যরেখায় পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের।
কোম্পানি কমান্ডার পর্যায়ের এ বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা ০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।
বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের গাতীপাড়া পোস্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ দুই ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
বিজিবি পক্ষ থেকে আলোচনার প্রতি উত্তরে বিএসএফের কোম্পানি কমান্ডার বলেছেন, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানার জমি অংশীদার বণ্টনে সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “এখন থেকে বিএসএফ সীমান্ত এলাকায় কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করতে বলা হয়েছে।”
বিজিবির অনুমতি পাওয়া সাপেক্ষে বিএসএফ কাজ শুরু করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেন তিনি।