বুধবার আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় শ্রমিক-জনতার সমাবেশে তিনি একথা বলেন।
Published : 11 Sep 2024, 09:53 PM
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলসহ সব কারখানায় বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
বুধবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় ‘চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক-জনতার সমাবেশে’ যোগ দিয়ে তিনি একথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, “কিছু উসকানিদাতা শ্রমিকদের উসকে দিয়ে গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে যাতে মালিকদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আপনারা বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে কাজ যোগ দিন।”
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “আওয়ামী লীগ সরকার পতনের পরে নানাবিধ ষড়যন্ত্রের অংশ হিসেবে গার্মেন্টস খাতকে ধ্বংসের এক অপচেষ্টা চলছে। বিভিন্ন স্থানে পলাতক থেকে একটি চক্র এই শিল্পটিকে অস্থির করার চেষ্টা করছে।”
স্থানীয় বাড়ির মালিকদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, “আপনাদের বাড়িতে আশুলিয়ার অনেক শ্রমিক বাস করেন। আপনারা যার যার বাসায় অবস্থানরত শ্রমিকদের বুঝাতে পারেন যে, এটা আন্দোলনের সময় নয় এবং আন্দোলনের দ্বারা মূলত নিজেদের ফ্যাক্টরিগুলোই ধ্বংসের দিকে নিয়ে যাবেন তারা নিজেরাই। তাই সবাইকে এক হয়ে এই শিল্পকে বাঁচাতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব।