২২ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে।
Published : 28 Dec 2024, 10:44 PM
কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সাতক্ষীরা সদরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার দুপুরে শহরের পাওয়ার হাউজের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বানে ডাকা এ কর্মসূচি থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ বক্তব্য দেন।
বক্তারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান, অবমাননা ও লাঞ্ছনার ঘটনা ঘটছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।
মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। এখন তাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। মুক্তিযোদ্ধারা আবারও জীবন দিতে প্রস্তুত।
শরীরের যতটুকু শক্তি সামর্থ্য আছে, তা দিয়েই প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন মুক্তিযোদ্ধারা।
যারা দেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে সরকার কী ভূমিকা নিয়েছে, তা জানতে চেয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা।
২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর (৭৮) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে রাতে এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ঘটনার তিন দিন পর ২৫ ডিসেম্বর রাতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার-উজ জামান।
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা: চার দিন পর জামায়াতের সমর্থকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
জুতার মালা পরিয়ে লাঞ্ছনা: সেই মুক্তিযোদ্ধার এজাহার ছিনতাইয়ের
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা: ভিডিও দেখে পাঁচজন আটক, মামলা হয়নি
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা: ২ সমর্থককে বহিষ্কার করল জামায়াত
মুক্তিযোদ্ধাকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ
কুমিল্লার সেই মুক্তিযোদ্ধার পরিবার 'আতঙ্কে' এলাকাছাড়া, গ্রেপ্তার নেই