“পাহাড়ে কোনো নারী নির্যাতনের শিকার হোক এটা আমরা চাই না।”
Published : 18 Feb 2024, 08:39 AM
রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
২৯ সেপ্টেম্বর অভিভাবকরা বাড়ির বাইরে থাকার সুযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় সুনীল কুমার চাকমা নামে এক যুবককে আটক করা হয়। কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব, রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি কাজী জালোয়া।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব বলেন, “পাহাড়ে কোনো নারী নির্যাতনের শিকার হোক এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখতে পাই, পাহাড়ে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় বিভিন্ন নারীবাদী সংগঠনকে মাঠে দেখা গেলেও এই ঘটনায় তাদের কোনো কর্মসূচি নেই। ধর্ষক বা অপরাধীর কোনো জাতিগত পরিচয় থাকতে পারে না।”
এ ঘটনায় জড়িত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল 0৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]