বিকালে জেএমঘাট এলাকার তিনটি সমিতি থেকে ক্ষুদ্র ঋণের কিস্তির অন্তত আড়াই লাখ টাকা আদায় করেন মোহাম্মদ কাউছার।
Published : 28 Feb 2025, 12:45 AM
কক্সবাজারের মহেশখালীতে এক এনজিওকর্মীকে গুলি করে ও কুপিয়ে অন্তত আড়াই লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ।
আহত মোহাম্মদ কাউছার (৪৫) বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের ক্ষুদ্র ঋণের শাখা ব্যবস্থাপক। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর এলাকার আবদুল আজিজ শেখের ছেলে।
কাউছারের সহকর্মী ও রিকের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দায়িত্বরত ব্যবস্থাপক মোহাম্মদ আরশাদ আলী বলেন, বিকালে জেএমঘাট এলাকার তিনটি সমিতি থেকে ক্ষুদ্র ঋণের কিস্তির অন্তত আড়াই লাখ টাকা আদায় করেন মোহাম্মদ কাউছার।
পরে ওই টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। এ সময় জেএমঘাট থেকে শাপলাপুর বাজারে যাওয়ার পথে একটি পাহাড়ি ঢালু রাস্তায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করে আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।”
পরে পথচারীরা আহত কাউছারকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাকিবুল হোসেন বলেন, ওই এনজিওকর্মীর শরীরের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০টির মতো ছররা গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া তার হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে।
আশঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার বলেন, খবর পেয়ে এ ঘটনায় জড়িতদের আটকের জন্য থানা পুলিশ নানাভাবে চেষ্টা করছে।